১. অনুমতি ছাড়া কোন পেইজের বিজ্ঞাপন পোস্ট করলে সরাসরি ব্যবহারকারীকে পেইজ থেকে ব্যান করা হবে।
২. লেখা জমা দেয়ার পরে সাথে সাথেই তা পোস্ট করা সম্ভব নয়, তাই উৎসাহ হারাবেন না, ক্রমানুযায়ী লেখা পোস্ট করা হবে।
৩. কোন ধরনের ব্যাক্তিগত আক্রমণ করা যাবে না কাউকে।
৪. কোন লেখা ভালো না লাগলে তা সুন্দরভাবে বলুন, ভালো না লাগার কারন ব্যাখ্যা করুন । 'ভালো লাগে নাই' অথবা, 'ফালতু' এই ধরনের মন্তব্য নিষ্প্রয়োজন। এডমিন টিম এ ধরনের মন্তব্য ডিলিট/ব্যাবহারকারীকে ব্যান করার ক্ষমতা রাখেন।
৫. আপনার লেখা আমাদের কাছে পাঠাতে হলে তা মেসেজ অপশনের মাধ্যমে পাঠান। লেখা বাংলা ইউনিকোডে লিখে অথবা, ইমেজ ফরম্যাটে (.jpg অথবা .gif) পাঠান। লেখা ইমেজ ফরম্যাটে পাঠালে তাতে লেখা ব্যতীত অন্য কোনো ছবি ব্যবহার করবেন না।
৬. লেখা পাঠানোর আগে লেখার বানান সম্পর্কে সতর্কতা অবলম্বন করুন। লেখায় মাত্রাতিরিক্ত যতিচিহ্ন (ইংরেজী অথবা বাংলা) ব্যাবহার থেকে বিরত থাকুন (উদাহরণ - লাইনের শেষে মাত্রাতিরিক্ত “......” ব্যবহার করা)।
৭. লেখা প্রকাশ পাওয়ার যোগ্যতা বিচারে কোনো ধরনের অনুরোধ গ্রহনযোগ্য নয়। এডমিন টিমের বিবেচনায়, যখন সম্ভব, লেখা পোস্ট করা হবে। লেখা পোস্ট না করা হলে তা নিয়ে কোনো ধরনের মন্তব্য নিঃষ্প্রয়োজন; অন্যথায়, আপনার লেখা কখনোই পোস্ট না করার ভালো সম্ভাবনা থাকবে।
৮. আমরা কোনো ধরনের লেখা সম্পর্কিত অনুরোধ গ্রহন করি না। আপনি কোনো নির্দিষ্ট লেখকের লেখা পড়তে হলে দয়া করে আন্তর্জালে খুঁজ করুন।
৯. পেইজের দেয়ালে লেখা পোস্ট করার সময় সাথে কোনো ছবি যুক্ত করলে পোস্ট সরাসরি মুছে ফেলা হবে (আপনার লেখা যদি ইমেজ ফরম্যাটে হয়, তা হলে দয়া করে লেখা ব্যতীত অন্য কোনো ছবি ইমেজ ফাইল-টিতে রাখবেন না)।
১০. অনুমতি ব্যতীত কোনো ওয়েব লিঙ্ক, পেইজ লিঙ্ক, প্রফাইল লিঙ্ক - পোস্ট করলে সরাসরি তা মুছে ফেলা হবে। প্রয়োজনবোধে পেইজ থেকে ব্যান করা হবে।
১১. মেসেজের মাধ্যমে লেখা পাঠানো যাবে কি না তা জিজ্ঞাসা না করে পেইজের 'Notes' সেকশনে ‘নিয়মাবলী’ ভালো করে পড়ুন।
১২. অনেক সময় সময় স্বল্পতার কারনে আমরা পেইজ নিয়মিত আপডেট করতে পারছি না। তবে এর মানে এই নয় যে আপনাদের লেখা আমরা পড়ছি না, বা তা পোস্টে দেয়া হবে না। সকল লেখক-লেখিকাদের আমরা অনুরোধ করছি নিয়মিত আপনাদের লেখা আমাদের কাছে পাঠান, আমরা পড়ছি।
১৩. অমুক লেখক বা তমুক লেখকের লেখা আমাদের কাছে রিকোয়েস্ট না করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আপনার কোনো অনুরোধ থাকলে, তা পেইজের পাবলিক পোস্ট সেকশনে দিন। অন্যান্য পাঠক-পাঠিকার কাছে আপনার অনুরোধকৃত লেখা থাকলে তা উনারা আপনার সাথে শেয়ার করতে পারেন।
১৪. এই পেইজের মাধ্যমে লেখা শেয়ার করতে লেখার 'মান যাচাই' বা লেখার প্রকাশযোগ্যতা যাচাইয়ে বাংলা কবিতা এডমিন টিমের সিদ্ধান্তই মুখ্য। লেখা আমাদের কাছে গ্রহনযোগ্য হলে আমরা অবশ্যই তা পোস্টের মাধ্যমে শেয়ার করবো। উপরোক্ত নিয়মাবলীর বাইরে আমাদের কাছে অনুরোধ বা অভিযোগ করলে আপনার লেখা কখনোই এই পেইজ থেকে শেয়ার নাও করা হতে পারে, অথবা, আপনাকে পেইজ থেকে ব্যান করা হতে পারে।
আশা করি যারা লিখছেন, তারা নিয়মিত লিখবেন এবং আমাদের সবাইকে তাদের লেখা পড়ার সুযোগ দিবেন। আমরা চাই এই পেইজটিকে যতটুকু সম্ভব মার্জিত রাখতে। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা আশা করছি।